'চেতনার জাগরণে বই' এই স্লোগানকে সামনে রেখে সিলেটে শুরু হয়েছে ৮ দিনব্যাপী বই মেলা। শনিবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে বই মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ও সিলেট জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বই মেলায় বিভিন্ন প্রকাশনীর ৫১ টি স্টল অংশ নিয়েছে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ সর্বক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। দেশের উন্নয়নের এ ধারাকে এগিয়ে নিতে হলে জ্ঞানের বিকাশ ঘটাতে হবে। জ্ঞানের বিকাশের জন্য বই পড়ার উপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে মোমেন, বিশিষ্ট লেখক ও দৈনিক কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/ হিমেল-১৮