সিলেটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে ঝড়ে বিদ্যুতের লাইন, বাসা-বাড়ি ও সড়কের উপর উপড়ে পড়েছে গাছপালা। ফলে শনিবার সিলেট নগরীতে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। সকাল ৭টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রায় ৭ ঘন্টা সিলেট নগরী ছিল বিদ্যুৎবিহীন।
নগরী ঘুরে দেখা যায়- নয়াসড়কস্থ কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি বিশাল গাছ স্কুলের সীমানা প্রাচীর ও পার্শ্ববর্তী একটি বাসার টিনের চালের উপর উপড়ে পড়েছে। এতে বাসার মালিক যুক্তরাজ্য প্রবাসী শামীম মিয়া আহত হয়েছেন। গাছ পড়ে ওই এলাকার বিদ্যুতের তারও ছিড়ে গেছে। নয়াসড়ক খ্রিস্টান মিশনেও ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ পড়ে মিশনের বেলি হাওলাদার ও সুরেশ দাসের ঘর ভেঙে পড়েছে। এতে আহত হয়েছেন জল বিশ্বাস নান্টু নামের মিশনের এক বাসিন্দা।
এছাড়া শাহী ঈদগাহে বিদ্যুতের তারের উপর গাছ উপড়ে পড়ে ওই এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। মিরাবাজারে বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ে সাইনবোর্ড। এছাড়াও নগরীর বাগবাড়ি, ইলেকট্রিক সাপ্লাই, টিলাগড়, মেজরটিলা ও ঘাসিটুলা এলাকায়ও ঝড়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইন ছিড়ে যাওয়ার ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পাওয়া গেছে।
সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী নজরুল ইলাম জানান- কালবৈশাখী ঝড়ে সকাল ৭টা থেকে নগরী বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সঞ্চালন লাইন থেকে গাছ সরিয়ে মেরামতের পর বেলা ২টা থেকে পর্যায়ক্রমে নগরীতে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
বিডি-প্রতিদিন/ ১৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন