সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সংবর্ধনাস্থলের পাশ থেকে বস্তাভর্তি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শনিবার বিকেলে ৫টার দিকে নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের পার্শ্ববর্তী জেলা স্টেডিয়ামের প্রধান ফটকের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা থেকে ২৩টি রামদা ও ৬টি লোহার রড উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের সময় কবি নজরুল অডিটোরিয়ামে স্বাধীনতা পদক পাওয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সংবর্ধনা দিচ্ছিল জেলা ও মহানগর আওয়ামী লীগ।
কোতয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান, বিকেল ৫টার দিকে অনুষ্ঠানস্থলের বাইরে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশায় (সিলেট থ-১২৩৭৭৩) একটি বস্তা দেখে সন্দেহ হয় পুলিশের। পরে তল্লাশি করে ওই বস্তায় ২৩টি রামদা ও ৬টি লোহার রড পাওয়া গেছে। তবে আটোরিকশার চালক ও সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২০১৬/মাহবুব