ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ অফিসে হামলার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা ৪শ' জনকে আসামী করা হয়।
শুক্রবার রাতে কোতোয়ালী থানার এক উপ পরিদর্শক বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, পুলিশের ওপর হামলা এবং অস্ত্র নিয়ে প্রকাশ্য মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ৪শ’ জনকে আসামী করা হয়। তাদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত শুক্রবার মনোনয়নকে কেন্দ্র করে আওয়ামী লীগের অফিসে হামলা চালায় বিক্ষুদ্ধ কর্মীরা। এসময় অফিসের আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/ ১৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন