নাশকতার মামলায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নানসহ গ্রেফতারকৃত ১০ জনকে জেলহাজাতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার বিকেলে গাজীপুরের ২নং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল মাসুদ এ আদেশ দেন।
শুক্রবার জয়দেবপুর থানার এআই মো. আহাদুল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাতে সিটি কপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় গাড়ি পোড়ানোর অভিযোগে অধ্যাপক এমএ মান্নানসহ ৪০ জনের নামে এবং অজ্ঞাত আরো ২০-৩০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। এদের মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের বিএনপিপন্থি ১১ জন কাউন্সিলর রয়েছেন।
এই মামলায় রাতেই মেয়র এমএ মান্নানসহ ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন- অধ্যাপক এমএ মান্নানের ভাই বিএনপি নেতা আব্দুল কাদির, ভাতিজা এসএম ওয়াসিম, কাউলতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক ডিলার, রফিজ উদ্দিন, সমর্থক শাহিন আলম, হাবিবুল্লাহ, সব্দুল আলী, মো. আলম ও গাড়িচালক মো. মিজানুর রহমান মিজান।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২০১৬/মাহবুব