রাজশাহীতে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার সকাল সাড়ে ৯টায় মহানগরীর শাহ মখদুম থানার বায়া সোনালী ব্যাংকের সামনে ভোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক স্বামী আয়নালকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয়রা জানান, রবিবার সকালে আয়নালের স্ত্রী সাফিয়া বেগম (২৩) বাড়ির পাশে গরুর গোবর দিয়ে নোন্দা (খড়ি) তৈরির কাজ করছিলেন। ওই সময় আয়নাল ছুরি হাতে সাফিয়ার উপর চড়াও হয় ও মাটিতে ফেলে দিয়ে জবাই করে। ঘটনা দেখে আয়নালের বড় ভাই মৃত বাবুর স্ত্রী সোমা (২৫) বাঁচাতে ছুটে আসলে তিনিও ছুরিকাঘাতে আহত হন। পরে স্থানীয় লোকজন সোমাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করায় ও আয়নালকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয় লোকজন জানান, পবা উপজেলার মদনহাটি গ্রামে জয়নালের মেয়ে সাফিয়া বেগমের সঙ্গে আয়নালের বিয়ে হয় ১০ বছর আগে। তাদের সংসারে ৬ বছরের সাগর নামে এক সন্তান আছে। প্রায় দুই বছর আগে থেকেই আয়নায় মানসিক ভারসাম্যহীনের মতো আচরণ করে আসছিলেন। গতকাল সকালে হঠাৎ করেই আয়নাল এ ঘটনা ঘটায়।
নগরীর শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রউফ জানান, আয়নালকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ এপ্রিল, ২০১৬/ রশিদা