নগরীর উত্তর পাহাড়তলীর পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি পলিথিন ব্যাগ তৈরির কারখানা সিলগলা এবং বিপুল নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর। রবিবার দুপুরে এ অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক আজাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর পাহাড়তলীর পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১ হাজার তিনশ ২৪ কেজি পলিথিন জব্দ করা হয়। এসময় কারগানাটি সিলগলা করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৭ এপ্রিল, ২০১৬/ রশিদা