মুজিবনগর দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের পক্ষ থেকে ‘জয়তু বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের নিজ সভা কক্ষে বইটির মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
এ সময় ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূইয়া, নীলদলের সভাপতি অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, বইয়ের সম্পাদক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৭ এপ্রিল, ২০১৬/ রশিদা