চট্টগ্রামে মো. মফিজ নামে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, কেউ মফিজকে হত্যার পর তার লাশ গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে দিয়েছে। রবিবার সকালে রাউজান উপজেলার রমজান আলীহাটের একটি গাছের ডাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে কয়েকদিন আগে মফিজের স্ত্রী বাবার বাড়ি চলে যায়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগও করে স্ত্রীর বড় ভাই। শনিবার রাতে থানায় উভয়ের মধ্যে সমঝোতা বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার মফিজ তার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসার কথা। কিন্তু শনিবার রাতে কে বা কারা মফিজকে ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ এপ্রিল, ২০১৬/ রশিদা