কুমিল্লার চৌদ্দগ্রামের হাড়িসর্দার এলাকায় বাসের ধাক্কায় ওমর মল্লিক (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর মল্লিক কুমিল্লার দেবিদ্বার উপজেলার কালা মুড়িয়া গ্রামের বাসিন্দা।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট সফিকুল আজম জানান, ওমর মল্লিক মোটরসাইকেলে করে কুমিল্লা যাওয়ার পথে একটি অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মারা যান। নিহতের লাশ ও দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৬/ এস আহমেদ