রাজধানীর বনানী এলাকায় কড়াইল বস্তি থেকে রেহানা আক্তার মেঘলা (২১) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী সুমনকে (২৬) আটক করা হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত মেঘলা ফেনীর ফুলগাজীর কমুয়া গ্রামের আব্দুল মমিনের মেয়ে। মাহমুদ নামে দুই বছরের একটি ছেলে সন্তান আছে তার।
বনানী থানা থেকে জানানো হয়, মেঘলা তার স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন ও একটি গার্মেন্টসে কাজ করতেন। বিকেল চারটায় কাজ শেষে বাসায় ফিরলে স্বামীর সঙ্গে তার মনোমালিন্য হয়। পরে বিকেলে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
এ ঘটনায় স্বামী সুমনকে আটক করা হলেও প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৬/ এস আহমেদ