রাজধানীর ভাটারা এলাকা থেকে প্রতারণার মামলায় নাজনিন নাজার নাজমা নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেইসঙ্গে তার ব্যক্তিগত গাড়ি চালক নূর উদ্দিনকেও গ্রেফতার করা হয়। রবিবার রাত ২টার দিকে তাদের গ্রেপ্তারে এ ঘটনা ঘটে।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এএসআই) শওকত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নাজমার বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/শরীফ