গাজীপুরের কালিয়াকৈরে আব্দুল খালেক (৫৪) নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল দিবাগত রাত ৩টার দিকে বরাব এলাকায় এ ঘটনা ঘটে।
খালেক বরাব এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বাড়ির পাশে মুদি দোকানের ব্যবসা করতেন। এর আগে তিনি বেশ কয়েক বছর প্রবাসে ছিলেন।
এলাকাবাসী জানান, গতকাল রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা খালেককে মারপিট করে ফেলে রেখে যায়। পরে প্রতিবেশীরা তাকে গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে বাড়ির লোকজনকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রিয়াজ মাহমুদ জানান, কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তবে নিহতের কপালে ও নাকে জখমের চিহ্ন রয়েছে।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. সাইফুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/শরীফ