কেরানীগঞ্জে মাদকাশক্ত ছেলের গুলিতে বাবা খুন হওয়ার ঘটনায় ছেলের বিরুদ্ধে মামলা করেছেন মা। রবিবার রাত সাড়ে ১১টার দিকে নিহতের স্ত্রী আফিলা বেগম বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় নিহতের ছোট ছেলে মো. তমিজ উদ্দিন ওরফে তমুকে (২৫) আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে তমু পলাতক রয়েছে বলে জানা গেছে।
মামলার বারত দিয়ে পুলিশ জানিয়েছে, হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে তাদের বাড়িতে মাদকাশক্ত তমু তার বাবা মো. মমতাজ উদ্দিনের (৬০) গায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করে।
মামলার এজহার সুত্রে জানা যায়, রবিবার দুপুরে মমতাজ উদ্দিন জমিতে কাজ শেষে বাড়িতে ফিরে ঘরে বসে চিড়া খাওয়ার সময় তমু তার কাছে এসে ৫০০ টাকা দাবি করে। এসময় মমতাজ মাদকাসক্ত ছেলেকে টাকা দিতে অস্বীকৃতি জানালে তমু কোমর থেকে পিস্তল বের করে বাবাকে গুলি করে পালিয়ে যায়। বুকের ডান পাশে গুলিবিদ্ধ মমতাজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।
রোববার বিকালে পুলিশ মমতাজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মমতাজ উদ্দিনের চার ছেলে ও দুই মেয়ের মধ্যে তমু সবার ছোট। সে ‘বখাটে প্রকৃতির’ এবং ‘মাদকাসক্ত’ বলে স্থানীয়দের ভাষ্য। এলাকাবাসী সুত্রে জানা গেছে, হযরতপুর ইউনিয়নে পুলিশের ‘চিহ্নিত সন্ত্রাসী’ রানা মোল্লার সহযোগী হিসেবে কাজ করে তমু।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/ হিমেল-০৩