বরিশাল ও ঝালকাঠি জেলার পরিবহন শ্রমিকদের বিরোধের জের ধরে দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ আট রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার সকাল থেকে বরিশালের সঙ্গে ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনার একাংশসহ আট রুটে যান চলাচল বন্ধের ঘোষণা দেয় পরিবহন মালিকরা। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন রুটের অসংখ্য যাত্রী।
জানা গেছে, তুচ্ছ বিষয়ে রুপাতলি বাস টার্মিনালে বরিশাল ও ঝালকাঠি পরিবহন শ্রমিকদের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষ হয়। এর জের ধরে ঝালকাঠি পরিবহন শ্রমিকরা বরিশাল-ঝালকাঠি সড়কে কাচারিবাড়ি এলাকায় রাস্তায় ব্যারিকেড দেয়। এতে বরিশালের সঙ্গে ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনার একাংশসহ আট রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন জানাস, এটি দুই জেলার পরিবহন শ্রমিকদের সমস্যা। আইনশৃঙখলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে সেদিকে আমরা নজর রাখছি।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/শরীফ