রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীতে রিক্তা খাতুন (২৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। চাকরি থেকে বরখাস্ত হওয়ায় রিক্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
আজ সোমবার সকাল দশটার দিকে দক্ষিণ বনশ্রীর ৯/৮ রোডের একটি বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিক্তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
রিক্তার গ্রামের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার সোনাপুর গ্রামে। তার বাবার নাম লাল চাঁন মুন্সী।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসাইন জানান, রিক্তা রাজধানীর একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন। মানসিক সমস্যার কারণে সম্প্রতি চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়। এ কারণে তিনি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছি। তবে ময়নাতদন্ত শেষে আত্মহত্যা ছাড়া মৃত্যুর অন্য কোনো কারণ রয়েছে কি-না তা জানা যাবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/শরীফ