বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
সোমবার বেলা সাড়ে ৩টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নাম ঘোষণা করেন।
সহ-সাংগঠনিক সম্পাদকরা হলেন- কুমিল্লায় মোস্তাক হোসেন ও আব্দুল আউয়াল খান, ঢাকায় অ্যাড, আব্দুস সালাম আজাদ ও শহিদুল ইসলাম বাবুল, চট্টগ্রামে মাহবুবুর রহমান শামীম ও আবুল হাসেম বকর, রাজশাহীতে আব্দুল মোমেন তালুকদার ও শাহীন শওকত, খুলনায় অনিন্দ্য ইসলাম ও জয়ন্ত কুণ্ডু, বরিশালে আকন্দ কুদ্দুছ ও মাহবুবুল হক নান্নু, সিলেটে দিলদার হোসেন সেলিম ও কলিম উদ্দিন মিলন, রংপুরে শামসুজ্জামান ও জাহাঙ্গীর হোসেন, ময়মনসিংহে শফিকুল আলম ও ওয়ারেছ আমিন, ফরিদপুরে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও সেলিমুজ্জামান সেলিম।
এছাড়া কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের নাম ঘোষণা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন