চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকার আহমদুল্লাহ সড়কের ৩১ নম্বর হাজি ম্যানসনে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন মো. রাসেল (১৯) নামে এক যুবক।
সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন পরিবারের বরাত দিয়ে বলেন, সকাল সাড়ে আটটার দিকে রাসেলের ছোটভাই ছাড়া সবাই কাজে চলে যান। ছোটভাই নাশতা আনতে দোকানে যান। এরপর ফিরে এসে দরজা বন্ধ দেখে ফাঁকা দিয়ে রুমের ভেতর দেখেন মরদেহটি ঝুলে আছে। তবে কেন তা এখনো উদঘাটন করা যায়নি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনী ব্যবস্তা নেওয়া হবে।
পুলিশ জানায়, রাসেল পেশায় একজন বাইন্ডিং শ্রমিক। আন্দরকিল্লার একটি কারখানায় তিনি বই-খাতা বাধাইয়ের কাজ করতেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরের দাউরা দীঘির পাড় এলাকায়। দাদা, দাদি, চাচা ও ছোট ভাইয়ের সঙ্গে হাজি ম্যানসনে তারা ভাড়া থাকতেন।
বিডি-প্রতিদিন/ ১৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন