নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সোমবার সকালে অনন্ত অ্যাপারেলস নামক নির্মানাধীন কারখানায় কাজ করার সময়ে বৈদ্যুতিক বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার শ্রমিক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম জানান, আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলসের নির্মাণাধীন কারখানায় কাজ করছিল শ্রমিকরা। এ সময় বিদ্যুতের ওয়েল্ডিং করতে গেলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই শ্রমিক মাসুদ মিয়া (৩০) ও শাহাদাত হোসেন (১৮) গুরুতর আহত হয়। তাদেরকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে বিকট শব্দের পর অন্য শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তখন আরো চার নারী শ্রমিক আহত হয়। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/ এস আহমেদ