কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় জেলা প্রশাসন ও র্যাবের জাটকা বিরোধী যৌথ অভিযানে ২৪ টন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে শুরু হয় এ অভিযান।
এ বিষয়ে র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আমীরুল্লাহ বলেন, গোপন সংবদে পেয়ে সদরঘাটের কর্ণফুলী নদীতে চারটি ফিশিং ট্রলার থেকে ২৪টন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ১৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন