রাজধানীর উত্তরখান থানার মাস্টার পাড়ায় নেহাল সাদিক নামে একবছর বয়সী শিশুকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এলাকার সোসাইটি রোডের একটি বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এসময় শিশুর মা মুক্তি বেগমকে গলায় জখম নিয়ে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।
মুক্তির স্বামী মো. সামাদ উত্তরায় একটি দোকানে বিক্রয়কর্মীর কাজ করেন। কাজ শেষে বাসায় ফিরে স্ত্রী ও ছেলেকে তিনি বিছানায় রক্তাক্ত অবস্থায় পেয়ে থানায় খবর দেন। নেহালের পেটে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। মুক্তির গলায় কাটা জখম রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুক্তি সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে ওই অস্ত্রটি সেখানে পাওয়া যায়নি।
শিশুটির মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মা মুক্তি বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন/ রশিদা