চট্টগ্রামের হাটহাজারী থানার নাঙ্গলমোড়া এলাকায় হালদা নদীতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্র নোমান চৌধুরী নিখোঁজ হয়েছেন। নোমান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
শুক্রবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা দুপুর সোয়া ২টার দিকে নোমান চৌধুরীর খোঁজে হালদা নদীতে অনুসন্ধান শুরু করেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিখোঁজ নোমানের বন্ধু আতাউল মোস্তফা তোহা জানান, লাঙ্গলমোড়া এলাকায় বন্ধুর বাড়ি বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আসে চবি'র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কয়েকজন ছাত্র। শুক্রবার বেলা ১২টার দিকে নোমানসহ কয়েক বন্ধু হালদা নদীতে গোসল করতে নামে। নদীতে সাঁতার কাটার এক পর্যায়ে নোমান চৌধুরী স্রোতের টানে হঠাৎ করেই ডুবে যায়। এর পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
দুর্ঘটনার পর পরই হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলেও সেখানে ডুবুরি না থাকায় চট্টগ্রামের আগ্রাবাদ থেকে প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি গিয়ে অনুসন্ধান শুরু করে।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/ এস আহমেদ