চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশনের অদূরে তেলবাহী একটি ওয়াগন লাইনচ্যূত হওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে বন গবেষণাগারের সামনে এ ঘটনা ঘটে।
তেলবাহী ওয়াগন লাইনচ্যূতের ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়মুখী বিকেল তিনটার শাটল ট্রেনটি ষোলশহর স্টেশন ছেড়ে যেতে পারেনি। এর ফলে ক্যাম্পাসমুখী শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন।
ষোলশহর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাহাব উদ্দিন বলেন, 'দোহাজারী থেকে আসা মোট আটটি বগির ওই তেলবাহী ওয়াগনটির ৭ নম্বর বগিটি লাইনচ্যূত হয়েছে। এর ফলে ট্রেনটির ৭ ও ৮ নম্বরসহ মোট তিনটি বগি আটকে আছে। অন্যবগিগুলো বটতলী স্টেশনের উদ্যোগে ঘটনাস্থল ত্যাগ করেছে।'
লাইনচ্যূত বগি উদ্ধারে সাহায্যকারী ইঞ্জিন ঘটনাস্থলে আসছে বলে জানিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/শরীফ