বরিশাল সদর ভূমি অফিসের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জিডিটাল ভূমি ব্যবস্থাপনা সেমিনার ও ভূমি মেলা। আগামীকাল শনিবার সকাল ৯ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে দিনব্যাপী সেমিনার ও মেলার উদ্ধোধন করবেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।
সেমিনারে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াছুর রহমান তার উদ্ভাবিত ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সিস্টেম সফটওয়্যারের উপর মূল বক্তব্য উপস্থাপন করবেন।
(www.aclandbarisalsadar.gov.bd) ওয়েব সাইটের মাধ্যমে সাধারন জনগন নামজারী, ডিজিটাল খতিয়ান-পর্চা, অনলাইনে মিসকেসের তথ্যসহ ভূমি সংক্রান্ত সেবা নিতে পারবেন।
সাধারন জনগনকে এই পদ্ধতির সাথে পরিচিত করার জন্যই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার ১২ টি স্টল সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/ হিমেল-২২