চট্টগ্রাম মহানগরীর ষোলশহর রেলওয়ে স্টেশনের অদূরে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ায় বিশ্ববিদ্যালয়মুখী শাটল ট্রেন চলাচল প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে। ফলে বিপাকে পড়েন ক্যাম্পাসমুখী শিক্ষার্থীরা। তবে বিকাল পাঁচটায় ওয়াগনটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। শুক্রবার বিকালে বন গবেষণাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ষোলশহর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাহাব উদ্দিন বলেন, দোহাজারী থেকে আসা আটটি বগির ওই তেলবাহী ওয়াগনটির ৭ নম্বর বগিটি লাইনচ্যুত হয়। ফলে ট্রেনটির তিনটি বগি আটকে যায়। পরে লাইনচ্যুত বগি উদ্ধার করলে বিকাল ৫টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল, ২০১৬/মাহবুব