সিলেটের গোয়াইনঘাটে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নৌকাডুবিতে ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ও বিকালে তাদের লাশ উদ্ধার হয়েছে।
নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা বাগান এলাকার বছন লোহারের ছেলে গোপেন লোহার (২৮) ও একই এলাকার মধু নায়কের ছেলে নয়ন নায়ক (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে নন্দিরগাঁও ইউনিয়নের দাড়িরপারে একটি বিয়ের অনুষ্ঠানে ৭ জন বাদ্যযন্ত্রী (ব্যান্ডপার্টি) যাচ্ছিলেন। অনুষ্ঠানে যাওয়ার পথে রাত ১০টার দিকে তাদের নৌকা দাড়িকান্দির ভুগদার খালে ডুবে যায়। এ সময় ৫ জন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও নয়ন ও গোপেন লোহার নিখোঁজ থাকেন। শুক্রবার বেলা আড়াইটার দিকে গোপন লোহারের ও বিকাল ৫টার নয়ন নায়কের লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার গোলাম আযম।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল, ২০১৬/মাহবুব