ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় ট্রাকের নিচে চাপা পড়ে নাহিদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার নয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান।
নিহত নাহিদ আশুলিয়ার গোকুলনগর এলাকার বজলুর রহমানের ছেলে। আটক চালকের নাম আব্দুল জলিল।
ওসি জাহিদুর রহমান জানান, নয়ারহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক নাহিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এসময় স্থানীয়রা ঘাতক ও চালককে আটক করে। পরে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক ট্রাক ও চালককেও আটক করে থানায় নিয়ে আসে।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল, ২০১৬/মাহবুব