নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নয়াপুর এলাকায় বরযাত্রীবাহী একটি বাস উল্টে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
শুক্রবার রাত সাড়ে ৯টায় মদনপুর-জয়দেব (এশিয়ান হাইওয়ে হিসেবে পরিচিত) সড়কের উপজেলার নয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন ওই গাড়িটির হেলপার ও অপরজন বরযাত্রী বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের গজারিয়া থেকে একটি বাস ২৫-৩০ জন বরযাত্রী নিয়ে (হিন্দু পরিবার) মদনপুর-জয়দেবপুর সড়ক দিয়ে রূপগঞ্জের কাঞ্চন যাচ্ছিল। বাসটি সোনারগাঁয়ের নয়াপুরে পৌঁছার পর মদনপুরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হয় আরও অন্তত ১৫ জন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল হক জানান, ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল, ২০১৬/মাহবুব