রাজধানীর মিরপুরে একটি নির্মাণাধীন ভবনের অজ্ঞাতপরিচয় এক নিরাপত্তাকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৭০ বছর বলে জানা যায়। আজ শনিবার সকালে মিরপুর ২ নম্বর পানির ট্যাংকির গলির বিসমিল্লাহ গার্মেন্টস সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
ওই ভবনের নির্মাণশ্রমিক মো. নেসার জানান, এদিন সকালে ভবনের দ্বিতীয় তলায় ওই নিরপত্তাকর্মীকে রক্তাক্ত অবস্থায় আহত হয়ে পড়ে থাকতে দেখেন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজ্জাম্মেল হক জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৬/শরীফ