ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, রানা প্লাজা দুর্ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিকরা এখনও প্রতিদিন নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। তাদেরকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়তো যাবে না। কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।
আজ শনিবার সকাল ১০টায় গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে 'স্মরণে সাভার ট্রাজেডি: সঠিক ক্ষতিপূরণ ও উপযুক্ত জীবিকায় পুনর্বাসনের অধিকার' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বার্নিকাট বলেন, 'বাংলাদেশের শ্রমিকরা যেন শক্তিশালী পেশাগত ও স্বাস্থ্যগত নিরাপত্তা দ্বারা সুরক্ষিত থাকে এ বিষয়ে যুক্তরাষ্ট্র সম্ভাব্য সবই করেছে। '
মার্কিন রাষ্ট্রদূত আরো বলেন, আমি বিশ্বাস করি শ্রমিকদের জোরালো ও শক্তিশালী মতামত কর্ম পরিবেশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যেখানে তারা বলতে পারেন, আমরা ফেটে যাওয়া ভবনে কাজ করবো না। শ্রমিকদের সেসব কথা শোনা হবে ও সম্মান জানানো হবে। শ্রমিকদের অধিকার উন্নয়নে সেসব মতামতকে শক্তিশালী করতে সরকার, ব্যক্তিগত খাত, আইএলও এবং অন্যান্য মিশনের সঙ্গে আমরা সব সময় সংশ্লিষ্ট রয়েছি।'
ব্র্যাকের আয়োজনে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ব্রাকের দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনবিষয়ক পরিচালক গহ্বর নাইম ওয়ারা, রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনার বোর্ডের যুব প্রতিনিধি রেজওয়ান নবীন প্রমুখ।
সভায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিকদের জীবন যুদ্ধ ও শিক্ষণীয় অভিজ্ঞতা নিয়ে একটি প্রকাশনা উদ্বোধন করা হয়। এছাড়া এসব শ্রমিকের সাফল্য ও প্রয়োজনভিত্তিক একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৬/শরীফ