রাজধানীর গাবতলীতে সড়ক দুর্ঘটনায় নিলু ঘোষ (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
অাজ শনিবার বেলা ১১ টায় গাবতলী বাস টার্মিনাল পুলিশ ফাড়ি সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দুপুর দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিলু ঘোষ গাবতলী উত্তর বাগবাড়ি এলাকার মৃত হারাণ ঘোষের ছেলে। তিনি সৌখিন পরিবহনে চাকরি করতেন। দুর্ঘটনার কধা জানিয়েছেন দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) নওশেদ আলী।
তিনি জানান, শনিবার ১১টায় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে দুপুরে ঢামেক হাসপাতালে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৬/শরীফ