চট্টগ্রামে প্রাইভেট কার উল্টে দুজন নিহত হয়েছেন। তারা হলেন মো. জহির ও মো. আজিজ। শুক্রবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার সোনা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মিরসরাই থানা পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম থেকে ফেনী যাওয়ার পথে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে কারটি উল্টে ঘটনাস্থলেই দু'আরোহীর মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৬/শরীফ