হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৫৭৫ গ্রাম স্বর্ণের ১৫টি বার জব্দ করা হয়েছে। অবৈধভাবে স্বর্ণের বার নিয়ে আসায় গিয়াস উদ্দিন নামে ওই যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা সদস্যরা।
আজ শনিবার দুপুরে মালয়েশিয়ার কুয়ালামপুর থেকে এমএইচ-১০২ ফ্লাইটে করে ঢাকায় আসেন গিয়াস উদ্দিন।
শুল্ক গোয়েন্দার মহাপরিচাক ড. মইনুল খান বলেন, বিমানবন্দরে ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা লাগেজ তল্লাশি করেন। এ সময় লাগেজ থেকে একটি চার্জজার লাইটের ব্যাটারির ভেতর থেকে ১৫টি স্বর্ণের বারসহ ৮০ গ্রাম অলঙ্কার উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৬/শরীফ