রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রফেসর ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর হত্যার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে ইংরেজী বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইংরেজী বিভাগের প্রভাষক সজিব কুমার ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভাগের সিনিয়র প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী, প্রফেসর ড. আসাদ-উল্লাহ-আল হোসেন প্রফেসর ড. মেহের আলী প্রমুখ।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, বাংলা বিভাগের প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ, ইংরেজী বিভাগের প্রভাষক সাজ্জাদ জাহিদ, লিটন বরন শিকদারসহ বিভিন্ন বিভাগের দেড় শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
মানববন্ধনে বক্তারা ড. রেজাউল করিম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৬/ হিমেল-১৪