চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ কর্মী আহত হয়েছেন। এসময় গোলাগুলি ও ভাঙচুরের ঘটনাও ঘটে।
শনিবার দুপুরে নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে এ ঘটনা ঘটে।
চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, দুপুরে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে এক রাউন্ড গুলি বিনিয়মও হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির দাবি, কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের উৎপাত ঠেকাতে কয়েকদিন আগে উদ্যোগ নেয় ছাত্রলীগ। শনিবার দুপুরে বহিরাগত একটি গ্রুপ ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে। এসময় ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের বাধার মুখে তারা কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ছাত্রলীগের বহিরাগত গ্রুপটি কলেজে প্রবেশের চেষ্টা করলে তাদের প্রতিহত করে ছাত্রলীগের অপর অংশের নেতা কর্মীরা। তারা মহসিন কলেজে ঢুকতে না পেরে মোটরসাইকেল এবং পুলিশ ফাঁড়ির ক্যান্টিনে ভাংচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর তারা পালিয়ে যায়।
জানা যায়, গত বছর চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ শিবিরমুক্ত করে দখল নেয়ার পর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়ে ছাত্রলীগের দু'গ্রুপ। এর মধ্যে ছাত্রলীগের এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন নগর সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি এবং অপর গ্রুপের নেতৃত্বে রয়েছে স্থানীয় যুবলীগ নেতা টিনু। এরপর থেকে এই দুই গ্রুপ একে অপরকে ঘায়েল করতে বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়ে পড়েছে।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৬/মাহবুব