বাগেরহাটে নৌযান শ্রমিকদের চলমান ধর্মঘটের তৃতীয় দিনে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হলেও মংলা বন্দর থেকে নৌপথে পণ্য পরিবহন ও নৌ যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে বন্দরের আমদানি-রফতানিসহ বন্দরের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। বেতন ভাতা বৃদ্ধি’ নৌপথে চাঁদাবাজি বন্ধসহ ১৫ দফা দাবী আদায়ে বুধবার মধ্যরাত থেকে বাংলাদেশ নৌযান পরিবহন শ্রমিক ফেডারেশন সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে। এতে করে শনিবার তৃতীয় দিনের মতো মংলা বন্দরে আমদানি-রপ্তানি পণ্য নৌপথে পরিবহন বন্ধ রয়েছে।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের মংলা শাখার কার্যকরী সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী জানান, ধর্মঘটের শনিবার তৃতীয় দিনে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হলেও পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত রয়েছে। এই কারণে লাইটারেজ জাহাজ, কার্গো, বার্জ, ভলগেট, অয়েল ট্যাংকার, কোস্টারসহ সব ধরনের পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। এসব পণ্যবাহী নৌযান শ্রমিকরা ১৫ দফা দাবী আদায়ে ধর্মঘট চালিয়ে যাচ্ছে।
মংলা বন্দরের সহকারী ব্যবস্থাপক (ট্রাফিক) কাজী মোক্তাদির হোসেন জানান, ধর্মঘটের কারলে মংলা বন্দরে থাকা গ্যাস, ক্লিংকার, মেশিনারিজ ও কয়লাবাহী ছয়টি মাদার ভ্যাসেলে থাকা পণ্য খালাস করে আনা নেওয়াসহ দেশের বিভিন্ন গন্তব্যে পাঠানো যাচ্ছে না। নৌ শ্রমিকদের ধর্মঘটের ফলে বন্দরে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৬/মাহবুব