আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিবার ও পরিজনেরা।
শনিবার সন্ধ্যায় ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগের সঙ্গে ছিলেন তার বাবা, মা ও দুই ভাই। অন্যদিকে, সাধারণ সম্পাদক জাকির হোসাইনের সঙ্গে ছিলেন তার মা, ছোট বোন ও ভাগিনা। ছাত্রলীগের শীর্ষ এই দুই নেতার পরিবারের সদস্যরা এই প্রথম খুব কাছ থেকে বঙ্গবন্ধুকন্যাকে দেখতে পান। প্রধানমন্ত্রীও দুই নেতার মা ও বোনকে বুকে টেনে নেন এবং জড়িয়ে ধরে আদর করেন।
সোহাগের মা প্রধানন্ত্রীকে বলেন, আমার ছেলেটাকে দেখে রাখবেন। জবাবে প্রধানমন্ত্রী জানান, সোহাগ-জাকির ভাল ছেলে। ওরা আপনাদের যেমন সন্তান, তেমনি আমারও সন্তানের মতো। ওরা ছাত্র হিসেবে যেমন ভাল, তেমনি সংগঠক হিসেবেও দক্ষতার পরিচয় দিচ্ছে। সাক্ষাতে জাকিরের মা আঞ্চলিক ভাষায় (সিলেটের) কথা বলেন। পরবর্তীতে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলেন ছাত্রলীগের দুই শীর্ষ নেতার পরিবারের সদস্যরা।
ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমার বাবা-মায়ের স্বপ্ন ছিল প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার। শনিবার রাতে সাক্ষাৎ করিয়ে সে স্বপ্ন পূরণ করেছি। এই প্রথম বঙ্গবন্ধুকন্যাকে কাছে পেয়ে সবাই খুশি।
সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় আমার মা সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলায় আমি আপাকে (প্রধানমন্ত্রীকে) বলি, আমি শুদ্ধ করে বলি, এমন সময় তিনি আমাকে থামিয়ে বলেন, আমি সিলেটি ভাষা বুঝি। জাকির জানান, দুই পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎটি ছিল অত্যন্ত আনন্দঘন পরিবেশের।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৬/মাহবুব