পাবনার আতাইকুলাতে নিষদ্ধিঘোষিত চরমপন্থি দলের আঞ্চলিক নেতাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে প্রতিপক্ষ চরমপন্থি সন্ত্রাসীরা। গত রাতের যেকোনো সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত চরমপন্থি নেতা আল-আমিন (৩৫) আতাইকুলা থানা এলাকা ও সাথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের ভিন্নগ্রামের বাসিন্দা ফজলাল হোসেনের ছেলে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, শনিবার শেষ রাতের দিকে প্রতিপক্ষ সন্ত্রাসীরা আল-আমিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার পর ভিন্নগ্রামের ইছামতি নদীর পাড়ে ফেলে রেখে যেতে পারে। আজ রবিবার সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ত্বরিত হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানান তিনি। তবে নিহত আল আমিনের বিরুদ্ধে সাঁথিয়া ও আতাইকুলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ২টি চরমপন্থি সংগঠনের বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল ২০১৬/শরীফ