রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক এ.এফ.এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
আজ সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক তপন কুমার সরকারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র-কর্মকর্তা-কর্মচারী অংশ নেয়। মানববন্ধনে বক্তারা দোষীদের খুঁজে বের করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল ২০১৬/শরীফ