রাজধানীর মিরপুর কমার্স কলেজের সামনের রাস্তায় আজিজুল হাকিম সুমন (২৭) নামের এক বিকাশ এজেন্টকে গুলি করে তার কাছে থাকা প্রায় ৫ লাখ টাকা নিয়েছে দুর্বৃত্তরা।
গুলিবিদ্ধ আজিজুল হাকিম সুমন (২৭) গাবতলীর ‘শুভ্র ট্রেড ইন্টারন্যাশনাল’ নামের একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুভ্র ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক জামিল হোসেন ঢামেক হাসপাতালে সাংবাদিকদের বলেন, সকালে বিভিন্ন দোকান থেকে বিকাশের টাকা সংগ্রহ করে কমার্স কলেজের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় এক যুবক সুমনের গতিরোধ করে। পরে আরও তিন-চারজন মিলে সুমনের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তারা সুমনের পায়ে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে কয়েকটি হাতবোমা ফাটিয়ে পালিয়ে যায়। ব্যাগে প্রায় পাঁচ লাখ টাকা ছিল বলে সুমন হাসপাতালে সাংবাদিকদের জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৬/মাহবুব