প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যার পরিকল্পনায় বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান আরও তিনজনের জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার ডিএমপি মিডিয়া সেন্টারে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের আরও বলেন, দ্বিতীয় দফায় রিমান্ডের প্রথম দিনে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
মনিরুল ইসলাম বলেন, ‘শফিক রেহমানকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। তার বাসা থেকে আমরা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পেয়েছি। কীভাবে কার মাধ্যমে এ ডকুমেন্টগুলো আসল, অর্থ কে দিয়েছে বা আর কে কে জড়িত এ সব তথ্যের প্রয়োজনে তাকে আবারও রিমান্ডে নেওয়ার প্রয়োজন হয়েছে। আদালত আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তার জিজ্ঞাসাবাদ চলছে।’
তিনি বলেন, ‘শফিক রেহমান এ ঘটনায় আরও অন্তত তিনজনের জড়িত থাকার কথা বলেছেন। তাদের সম্পর্কে যাচাই-বাছাই চলছে। পূ্র্ণ এভিডেন্স পেলে তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।’
অর্থের উৎস সম্পর্কেও শফিক রেহমান গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দাবি করে মনিরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর ছেলে জয়কে অপহরণ চেষ্টা ও হত্যার পরিকল্পনায় ডকুমেন্টসগুলো পেতে ৩০ হাজার মার্কিন ডলার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১০ হাজার ডলার শফিক রেহমানের নামে পরিশোধ করা হয়েছে। এ অর্থ তিনি দেননি কিন্তু তার নামে পরিশোধ করা হয়েছে। এখন এই অর্থের উৎস সম্পর্কে যাচাই-বাছাই চলছে।'
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৬/মাহবুব