ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আওয়মীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের সংগঠন 'বঙ্গবন্ধু পরিষদ' র্যালি ও সমাবেশ কর্মসূচি পালন করেছে। আজ বেলা ১১ টার দিকে ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন তারা।
ইবি বঙ্গবন্ধু পরিষদের য্গ্মু-আহবায়ক প্রফেসর ড. মোঃ মামুনুর রহমান ও শেখ মোঃ জাকির হোসেনের নেতৃত্বে অনুষদ ভবন থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে প্রশাসন ভবন চত্বরে এসে শেষ হয়।
এসময় বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক কমিটির সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। র্যালি শেষে প্রশাসন ভবন চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শেখ মোঃ জাকির হোসেনের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোঃ মামুনুর রহমান। এতে বক্তব্য রাখেন ড. মোঃ রেজওয়ানুল ইসলাম ও মোঃ নওয়াব আলী খান।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৬/ হিমেল-১৮