রাজশাহী জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রশাসক এবং ব্যবসায়ী জিয়াউল হক টুকু (৫২) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর আলকার মোড়ের নিজ চেম্বারে তিনি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা টুকুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন খান জানান, নগরীর অলকার মোড়ের নিজ চেম্বারে বসে টুকু নিজের লাইসেন্স করা পিস্তল পরিষ্কার করছিলেন। এসময় অসবধানতাবশত পিস্তল থেকে গুলি বের হয়ে তার বাম বগলের নিচে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৬/মাহবুব