১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করতে চায় বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রবিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
রিজভী বলেন, সোহরাওয়াদী উদ্যানে সমাবেশ করার জন্য গত ২৭ মার্চ শ্রমিকদল উদ্যান কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। তারা জানিয়ে ছিলেন, পুলিশের অনুমতি পেলে সমাবেশের অনুমতি দেবেন। কিন্তু তারা এখন পর্যন্ত অনুমতি না দেওয়ায় গত ২২ এপ্রিল শ্রমিক দল আবার ডিএমপির কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন।
তিনি আরও জানান, আমরা সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছি। অনুমতি পাওয়ার পর সমাবেশের প্রয়োজনীয় সার্বিক প্রস্তুতি নেবো।
এসময়, গতকাল অনুষ্ঠিত ৩য় ধাপের ইউপি নির্বাচন সুষ্ঠু হয়েছে মর্মে প্রধান নির্বাচন কমিশনারের দেয়া বক্তব্যকে জনগণের সঙ্গে রসিকতা বলেও মন্তব্য করেন রিজভী।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৬/মাহবুব