চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে আন্ত:অনুষদীয় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আট শিক্ষার্থীকে হলে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ওই ঘটনায় বন্ধ হওয়া একাডেমিক কার্যক্রম আগামী বুধবার থেকে শুরু হবে। এর আগে, আগামীকাল সোমবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় খোলার পর ক্যাম্পাসে সকল প্রকার মিছিল-সমাবেশ ও দলগতভাবে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকদের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
হলে নিষিদ্ধ হওয়া শিক্ষার্থীরা হলেন কল্যাণ আশিষ ভাদুরি, জগন্নাথ চন্দ্র দে, ভুবন চন্দ্র হালদার, এস এম আবদুস সালাম শিমুল, আশিক হাজরা, শফিকুল ইসলাম, সাজিদ মেহরা সৌহার্দ্য ও ফরহাদুল ইসলাম। এর মধ্যে প্রথম পাঁচজন ভেটেরিনারি মেডিসিন ও ফিশারিজ অনুষদের এবং পরবর্তী তিনজন ফিশারিজ অনুষদের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) খলিলুর রহমান বলেন, আগামী বুধবার থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে। তাছাড়া ঘটনা তদন্তে দুই সদস্য বিশিষ্ট কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। খুব শীঘ্রই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল ১৬ তারিখে আন্ত:অনুষদীয় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ভেটেরিনারি মেডিসিন ও ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের মধ্যকার অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৬/মাহবুব