আ.লীগ সরকারের সময় গুম হওয়া বিএনপি নেতাকর্মীদের আর পাওয়া যাবে না বলে এমন মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
তিনি বলেন, ‘আমাদের আশঙ্কা, তাদের সন্ধান আমরা হয়তো আর পাব না। কারণ, গুম-খুনের সম্পর্ক রাজনৈতিক। রাজনৈতিক কারণেই বিএনপি নেতাকর্মীদের গুম খুন করা হয়েছে।’
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জিয়া নাগরিক ফোরাম (জিনাফ) আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর সন্ধান এবং চলমান হত্যা, গুম ও রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘ইলিয়াস আলীসহ আমাদের যেসব নেতাকর্মীকে গুম করা হয়েছে, তাদের ফিরে পাওয়ার ব্যাপারে বিএনপি খুব একটা আশাবাদী হতে পারছে না। গুম-খুন, হত্যা-নির্যাতন ও লুটপাট ক্ষমতাসীন দলের (আওয়ামী লীগ) বৈশিষ্ট্য।’
জিনাফ সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন-লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৯ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন