রাজধানীর মেরুলবাড্ডা আনন্দনগরে একটি নির্মীয়মাণ ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব হোসেন (২০) নামে এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী মো. ইয়াসিন আলী জানান, স্যানিটারির কাজ করার সময় পাশেই এলোমেলোভাবে থাকা তারে জড়িয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ (এএসআই) বাবুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২৯ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন