সাংবাদিকদের সচেতনতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় বাল্যবিয়ের অভিশাপ থেকে মুক্তি পেল ফারজানা ইয়াসমিন রাহী নামে এক নবম শ্রেণির ছাত্রী।
শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বন্ধ করে দেয় বাল্যবিয়ে। এসময় কনের পিতা ইউছুফ মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রধান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সিদ্ধিরগঞ্জ সার্কেলের এসিল্যান্ড (ভূমি) শিলু রায়।
ভ্রাম্যমান আদালতের খবর পেয়ে ঢাকার মিরপুরের বাসিন্দা নাসির উদ্দিন শিকদারের ছেলে আরব আমিরাত প্রবাসী বর কাউসার শিকদার (৩২) ও তার স্বজনরা বিয়ের অনুষ্ঠানে আসেননি। বর কাউসার শিকদারের গ্রামের বাড়ি কুমিল্লায়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিলু রায় জানান, বিয়ের কনে ফারজানা ইয়াসমিন রাহী’র বয়স প্রমাণের বৈধ কোন কাগজ দেখাতে পারেনি পরিবারের লোকজন। কনের বর্তমানে বয়স মাত্র ১৪। সে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আইডয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্রী। এসময় মেয়েটিকে যাতে প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্বে বিয়ে দেয়া না হয় সেজন্য তার পরিবারকে নির্দেশ দেয়া হয়েছে। কনের পিতা ইউছুফ মিয়া ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রধান করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৯ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন