রাজশাহী মহানগরীর ব্যস্ততম গণকপাড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এম. রায় জুয়েলার্সে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনায় এখনও মামলা হয়নি। কোনো ডাকাতকেও আটক করতে পারেনি পুলিশ। ফলে উদ্ধার হয়নি খোয়া যাওয়া প্রায় কোটি টাকার স্বর্ণালংকার।
নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, ‘আমরা চেষ্টা করছি ডাকাতদের শনাক্ত করে মালামাল উদ্ধারের। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই খবর পাঠানো হয়েছে। গোয়েন্দা সংস্থার সদস্যরাও তৎপর আছেন। আশা করছি আমরা ডাকাতদের ধরতে পারবো।’ তিনি আরও জানান, এ ঘটনায় মামলা থানায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ব্যস্ততম এলাকা গণকপাড়ায় ১০-১২টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে এম. রায় জুয়েলার্সে প্রায় কোটি টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় একটি স্বশস্ত্র ডাকাতদল। ওই সময় ডাকাতদের চাপাতির কোপে আহত হন জুয়েলার্সের মালিক মনিষ রায়। নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ১০০ গজ দূরে ঘটে এ ঘটনা।
বিডি-প্রতিদিন/ ২৯ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন