গাজীপুর সিটি করপোরেশনের চান্দনার আলম সরকারি কলেজের সামনে কাভার্ডভ্যান চাপায় অজ্ঞাতপরিচয় এক রিকশাচালক (৪৫) নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নাওজোড় হাইওয়ের উপ পরিদর্শক (এসআই) বাহার আলম এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রিকশাচালককে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল, ২০১৬/মাহবুব